ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিকশায় ভেঙে পড়ল গাছ, নিহত ১

লাস্টনিউজবিডি, ০৭ সেপ্টেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়েছে রিকশার ওপর। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় টিএসসির পায়রা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৪৫) ওই রিকশার চালক ছিলেন। আহতদের একজন ঢাবির ঢারুকলা অনুষদের ছাত্রী ওয়াহিদা বিনতে রোকন। তিনি রিকশার যাত্রী ছিলেন।
জানা যায়, আজ বিকেলে ঢাবির টিএসসিতে ঝড়ো বাতাসের সময় চায়ের দোকানে ও রিকশার ওপর বুদ্ধনারকেল গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে। এ সময় রিকশাচালক শফিকুল ইসলাম গুরুত্ব আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারের কাজ করছে।
প্রত্যক্ষদর্শী এক চা দোকানি বলেন, ‘আমি চা বানাচ্ছিলাম। তখন হঠাৎ ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে। এ সময় গাছের নিচের বেশ কয়েকজন চাপা পড়েন। আমরা তাদের টেনে বের করেছি। এ ঘটনায় একজন রিকশাচালকের মাথা ফেটে গেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
উদ্ধারকারী ঢাবির ছাত্র ইমরান খান ফাহিম বলেন, ‘ঝড়ের সময়ে টিএসসিতে দাড়িয়ে ছিলাম। ঝড়ে টিএসসির মোড়ের একটি গাছের ঢাল ভেঙে পড়ে। এতে চাপা পড়েন রিকশাচালকসহ বেশ কয়েকজন। পরে আমি গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বাকি আহতরা তেমন গুরুতর নয়।’
আহত ঢাবির ছাত্রী ওয়াহিদা বলেন, ‘আমি রিকশায় বসা ছিলাম। ঝড় দেখে চালক বলছিল, “আমি একটু সামনে দাঁড়াই, ঝড়টা একটু কমলে যাব।” এর মধ্যেই ডাল ভেঙে পড়ে। আমি পায়ে আঘাত পেয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় একজন রিকশাচালক নিহত হয়েছেন। তার মরদেহ মেডিকেলে রয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ফারুক গণমাধ্যমকে বলেন, ‘গাছ পড়ে যাওয়ার ঘটনায় একজন রিকশাচালক গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুনলাম সে নাকি মারা গেছে।’
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই, ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
- চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
- কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন!
- সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান
- শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
- ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী