সাজেকে অপহৃত ঢাবি ছাত্রী দিপিকা চাকমা উদ্ধার

লাস্টনিউজবিডি, ০৬ সেপ্টেম্বর: সাজেকের শিজকছড়া থেকে অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী দিপিকা চাকমা।
বুধবার (০৬ সেপ্টেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত সোয়া ৭টার পরে সাজেকের সীমান্তবর্তী উদয়পুর সড়ক থেকে দীপিকা চাকমাকে উদ্ধার করা হয়।
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছে।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, অপহৃত দিপিকা চাকমাকে সাজেক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে দিপিকা চাকমার সঙ্গে তার বাবা-মা আছেন। তিনি বলেন, তাদের সাজেক থানায় নিয়ে আসা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দিপিকা চাকমাকে বুধবার দুপুর ১টার দিকে সাজেকের শিজকছড়া এলাকা থেকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী।
লাস্টনিউজবিজি/কাফি
সর্বশেষ সংবাদ
- সার্জারি করে নিজেকে বদলে ফেললেন এমি জ্যাকসন
- ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই, ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
- চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
- কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন!
- সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান
- শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা