মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ: আরও ৩ জেলের মৃত্যু

লাস্টনিউজবিডি, ০৫ সেপ্টেম্বর: কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিন জেলের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হলো।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আজ (মঙ্গলবার) মারা যাওয়া ব্যক্তিরা হলেন— রহিম উল্লাহ (৩০), আরমান (২২) ও শাহিন (৩৫)।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) একই ঘটনায় দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়। তার আগে শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকায় নেওয়ার পথে আয়ুব আলী নামে আরেক জেলের মৃত্যু হয়।
জানা গেছে, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে মোট ১৮ জন জেলে ছিলেন।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
- ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- অক্টোবরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
- পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিত হতে সক্ষম হয়েছে: আইজিপি
- বিএনপি তাদের নেতাদের অন্য দলে চলে যাওয়া ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী
- জায়েদের সঙ্গে হোটেলে থাকা নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা