বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুরি নয়: মাতলুব (পর্ব )

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুরি নয়: মাতলুব (পর্ব ১ )
লাস্টনিউজবিডি, ২৬ আগস্ট: জি (২০) B20 সামিট ইন্ডিয়া ২৫-২৭ আগস্টে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে।
বিজনেস 20 (B20) হল বিশ্বব্যাপী ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে অফিসিয়াল G20 সংলাপ ফোরাম।
শীর্ষ সম্মেলনে B20 ইন্ডিয়ার সামগ্রিক থিম নিয়ে আলোচনা হচ্ছে। এবারের থিম হলো – “R.A.I.S.E: Responsible, Accelerated, Innovative, Sustainable, Equitable Businesses”
সম্মেলনে দ্বিতীয় দিনে এফবিসিসিআইর সাবেক সভাপতি, আইবি সিসিআইর সভপতি ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, যে এক হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে একসময় তলা বিহীন ঝুড়ি বলেছিলেন এখন আর সেটা প্রযোজ্য নয়। বাংলাদেশ এখন বিভিন্ন সেক্টরে সুষম উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন. ঢাকা বহুমাত্রিক সমাধান খুঁজতে জি-২০ এর সাথে কাজ করতে চায় এ কথা উ্ল্লেখ করে তিনি বলেন, ‘নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ঢাকা-দিল্লি সম্পর্কের সুবর্ণ অধ্যায়ে আরও একটি পালক যোগ করবে।’
মাতলুব আহমাদ আশা প্রকাশ করেন, বাংলাদেশ বহু অংশীদারদের অংশগ্রহণের মাধ্যমে জি-২০ প্রক্রিয়ায় দৃশ্যমান ও অর্থবহ অবদান রাখতে পারে।

জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের কারণকে চ্যাম্পিয়ন করার জন্য আমাদের মূল্য-চালিত কূটনৈতিক প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ।’ জি-২০ প্রক্রিয়ার সাথে জড়িত থাকার প্রকৃতি এবং বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি ২০১৬ এবং ২০১৮ সালে যথাক্রমে জাপান এবং কানাডায় জি-৭ আউটরিচ মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন।
তিনি সম্প্রতি আফ্রিকার বাইরে থেকে আমন্ত্রিত নেতাদের একজন হিসেবে জোহানেসবার্গে ব্রিকস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দেন।
এটা ভারতীয় জি-২০ প্রেসিডেন্সির কৃতিত্ব যে এটি গ্লোবাল সাউথের সমস্যাগুলোকে সামনে নিয়ে এসেছে। যেখানে তারা বাংলাদেশকে ইচ্ছুক অংশীদার হিসেবে গণ্য করতে পারে।