সাবেক কোচ হিথ স্ট্রিক আর নেই

লাস্টনিউজবিডি, ২৩ আগস্ট: ৪৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন হিথ স্ট্রিক। ক্যানসারে আক্রান্ত জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গতকাল (মঙ্গলবার) মারা গেছেন।
গত মে মাসেই জানা যায়, লিভার ও কোলন ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিকের অবস্থা সংকটাপন্ন। অবশেষে সেই ক্যানসারই কেড়ে নিলো প্রাণ।
জিম্বাবুয়ের সাবেক পেসার এবং হিথ স্ট্রিকের সঙ্গে জাতীয় দলে দীর্ঘদিন সতীর্থ হিসেবে খেলা হেনরি ওলোঙ্গা ও জিম্বাবুয়ে দলের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত স্ট্রিকের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
২০১৪ থেকে ২০১৬-এই দুই বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন স্ট্রিক। তার সময়ে চোখে পড়ার মতো উন্নতি হয় বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের।
জিম্বাবুয়ের ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটার হিসেবে লেখা থাকবে হিথ স্ট্রিকের নামটি। দেশের প্রথম বোলার হিসেবে টেস্ট এবং ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান স্ট্রিক। টেস্টে ১ হাজার রানের সঙ্গে ১০০ উইকেট এবং ওয়ানডেতে ২ হাজার রানের সঙ্গে ২০০ উইকেট নেওয়া জিম্বাবুয়ের একমাত্র পেসারও তিনি।
২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন। দেশের হয়ে ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলে যথাক্রমে ২১৬ এবং ২৩৯টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করা স্ট্রিক ওয়ানডেতে করেছেন ২৯৪৩ রান।
২০০৫ সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায় হিথ স্ট্রিককে। খেলা ছাড়ার পর কোচিংকে বেছে নেন পেশা হিসেবে। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি কাজ করেছেন জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং আইপিএলের দল গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
তার সুন্দর ক্যারিয়ারে শেষদিকে এসে একটি কালো দাগ লাগে। ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে ২০২১ সালের এপ্রিলে আট বছরের জন্য নিষিদ্ধ হন স্ট্রিক।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- মুখের দুর্গন্ধ দূর করবে যে মসলা
- সার্জারি করে নিজেকে বদলে ফেললেন এমি জ্যাকসন
- ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই, ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
- চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
- কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন!
- সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান