বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে কোরিয়ান জাহাজ

লাস্টনিউজবিডি, ১৪ আগস্ট: কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এম ভি উহুইউন এইচপোই’ মোংলা বন্দরে নোঙ্গর করেছে।
যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে এ জাহাজটি এসেছে।
গত সোমবার সকাল ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করে। এরপর দুপুর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর আমদানীকৃত ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের এসব নির্মাণ সামগ্রী খালাসের কাজও শুরু হয়।
খালাসের পর সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে এসব নির্মাণ সামগ্রী নেয়া হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে এম ভি উহুইউন এইচপোই জাহাজটি গত ২ আগস্ট ছেড়ে আসে ।
গত সোমবার সকাল ১১টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। জাহাজটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রয়েছে। দুপুর ১টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজও শুরু হয়েছে।
তিনি বলেন, তিন থেকে চার দিনের মধ্যে জাহাজটি থেকে সব সামগ্রী খালাসের পর বার্জে করে নদীপথে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে পৌছে দেয়া হবে।
এরআগে জাহাজে করে ভিয়েতনাম থেকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার, ৫ মার্চ এম ভি হাইডং, ১৭ মে এম ভি সান ইউনিটি এবং ৪ জুলাই এভার ভিনটেজ জাহাজ মোংলা বন্দরে আসে।
লাস্টনিউজবিডি/রানা
সর্বশেষ সংবাদ
- বাবাকে একটু দেখতে চাই, হাত ধরে হাঁটতে চাই
- জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের ’নারী সাংবাদিক জাকিয়া’
- সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি : তথ্যমন্ত্রী
- পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখনো চলছে গণনা
- আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক গ্রেফতার
- ড. খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে