সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসায় এগিয়ে এলো ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল

লাস্টনিউজবিডি, ০৩ আগস্ট: সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল (আইআইইআইএইচ)। এই উদ্যোগের আওতায়, প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য ছয়টি কম্প্রিহেন্সিভ আই হেলথ ক্যাম্প (সিইএইচসি) ও স্কুল শিক্ষার্থীদের জন্য ছয়টি স্টুডেন্ট সাইট টেস্টিং প্রোগ্রাম (এসএসটিপি) আয়োজনে আইআইইআইএইচ-কে অর্থায়ন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
পাশাপাশি সার্জারি রোগীদের জন্য হাসপাতালকে পরিবহনের সুবিধা এবং সুবিধাভোগীদের চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে ব্যাংক।
ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল-এর সাথে অংশীদারিত্বের ফলে প্রযুক্তিগত সম্পদ, মানবসম্পদ ও চক্ষু স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে লক্ষ্য বাস্তবায়ন এবং পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদাসমূহ তুলে ধরার পাশাপাশি সমাধান প্রদান করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, “দৃষ্টিশক্তির জটিলতা একটি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে। তবে এই জটিলতা ও প্রতিরোধযোগ্য অন্ধত্বের সর্বাধিক ঝুঁকিতে শিশু, নারী এবং বয়স্ক রোগীরাই থাকে। নিঃসন্দেহে সুস্থ দৃষ্টিশক্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষাগত সাফল্য এবং কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। এই উদ্যোগের আওতায় তাদের সেবা করে এবং আইআইইআইএইচ-এর সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত।”
দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার।
ব্যাংকের ফ্ল্যাগশিপ কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম ‘ফিউচারমেকারস বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড’ পরবর্তী প্রজন্মকে শিক্ষা, উপার্জন এবং প্রবৃদ্ধি সাধনে সাহায্য করছে। ব্যাংকের পূর্ববর্তী ফ্ল্যাগশিপ কমিউনিটি প্রোগ্রাম ‘সিইং ইজ বিলিভিং’-এর (এসআইবি) উপর ভিত্তি করে নতুন কমিউনিটি প্রোগ্রামটি চালু হয়েছে। ২০০৩ থেকে ২০২০ সালের মধ্যে উক্ত উদ্যোগটি ২৫০ মিলিয়ন মানুষের নিকট পৌঁছেছে এবং বিশ্বব্যাপি প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের মাধ্যমে তাদের জীবনকে আরও উন্নত করেছে। ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হসপিটালে ‘সিইং ইজ বিলিভিং’-এর যাত্রা শুরু হয়। হাতে হাত মিলিয়ে, ইস্পাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট অ্যান্ড হসপিটাল ও স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশব্যাপি জনজীবন উন্নত করতে সক্ষম হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
- কলাপাড়ায় চাচার নেতৃত্বে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন!
- সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান
- শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
- ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- অক্টোবরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল