সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ

লাস্টনিউজবিডি, ২৭ মার্চ: জনাব মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ, সচিব/গ্রেড-১) হিসেবে ২৭ মার্চ দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞানে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং এন্ড ফাইন্যান্স এ এমএসসি ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, নিরীক্ষা ও হিসাব বিভাগে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিভিল, ডিফেন্স ও রেলওয়ে তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সিজিডিএফ হিসেবে যোগদানের পূর্বে তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর; যুগ্ন মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে; সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার ফোর্স), পারফরমেন্স অডিট অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তাঁর দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস
- নির্বাচন কমিশনের পাঁচ কর্মকর্তাকে বদলি
- অবশেষে পেঁয়াজ আমদানির অনুমতি দিলো সরকার
- সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বাস্তবায়ন করতে সক্ষম: প্রধানমন্ত্রী
- কেউ মরণকামড় দিলে আমরাও প্রতিহত করবো: সেনাপ্রধান
- যৌক্তিক দাবিতে ১০ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে: ইসি