৩৩ কেজির কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

লাস্টনিউজবিডি, ২৫ মার্চ: রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৩৩ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তিসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
শনিবার (২৫ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ীর মোহনপুর গ্রামের জহুরুল হক (৪৫) ও পুঠিয়ার খলিফাপাড়া গ্রামের মৃত শের মোহাম্মদের ছেলে সম্রাট (১৬)।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ পুঠিয়ায় অভিযান চালিয়ে এই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি পাচারের জন্য তারা নিজ দখলে রেখেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- কেউ মরণকামড় দিলে আমরাও প্রতিহত করবো: সেনাপ্রধান
- যৌক্তিক দাবিতে ১০ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে: ইসি
- কমদামি হোটেলে খেয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন: মিতু
- মেয়েরা গোপনে অনলাইনে যে ১০টি জিনিস বেশি সার্চ করে
- ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী
- প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন: টিআইবি