বিএনপির খোকন-কাজলসহ ১৩ আইনজীবীর জামিন

লাস্টনিউজবিডি, ২০ মার্চ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, হামলা-ভাঙচুরের মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি সমর্থিত সভাপতি ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং মো. রুহুল কুদ্দুস কাজল।
সোমবার (২০ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ বিএনপির ওই দুই নেতাসহ ১৩ আইনজীবীকে আট সপ্তাহের আগাম জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল কুদ্দুস কাজল। আদালতে বিএনপির আইনজীবীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে ১৫ মার্চ সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে ব্যালট ছিনতাই ও হট্টগোলের ঘটনায় বিএনপির শতাধিক আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আওয়ামী লীগের মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান। একই অভিযোগে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন আরেকটি মামলা করেনে। পরে কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করলেও বিএনপি সমর্থক আইনজীবীরা ভোট দান থেকে বিরত থাকেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তাদের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানান।
নির্বাচন উপ-কমিটির অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির বলেন, দুই দিনব্যাপী নির্বাচনে ৮ হাজার ৬২০ ভোটারের মধ্যে ৪ হাজার ১৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের প্রথম দিন ২ হাজার ২১৭ জন আইনজীবী এবং শেষ দিন ১ হাজার ৯২০ জন ভোট দিয়েছেন।
১৬ মার্চ দিবাগত রাতে ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
- ডিএমপির ৩৪ থানার ওসির বদলি
- মার্কিন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ
- সারা দেশে ৩৩৮ ওসি রদবদল (তালিকাসহ)