হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন

লাস্টনিউজবিডি, ১৬ মার্চ: জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আসামিরা।দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে মোন্তাজ আলী, এন্তাজ আলী, আলতাব হোসেন এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হন আজিজুল ইসলাম ও আব্দুর রশিদ। তাদের বাবা আকবর আলীও গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আব্দুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আকবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
পরে ২০০৭ সালের ৫ মে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আব্দুর রশিদ। ওই ঘটনায় আকবর আলীর ছেলে মিজানুর রহমান ২০০৭ সালের ১১ এপ্রিল জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন। ওই বছরের ২৮ জুলাই সদর থানার তৎকালীন এসআই ফরিদুজ্জামান ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।
জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল জানান, এ ঘটনায়সদর থানায় একটি মামলা করেন নিহতের ছেলে মিজানুর রহমান। ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন বিচারক।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- কেউ মরণকামড় দিলে আমরাও প্রতিহত করবো: সেনাপ্রধান
- যৌক্তিক দাবিতে ১০ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে: ইসি
- কমদামি হোটেলে খেয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন: মিতু
- মেয়েরা গোপনে অনলাইনে যে ১০টি জিনিস বেশি সার্চ করে
- ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী
- প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন: টিআইবি