শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান

লাস্টনিউজবিডি, ০২ ফেব্রুয়ারি, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের বর্ষপুর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) বিকেলে সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সদস্য ও যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান হিটলার। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন ও সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ওসি (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সকল ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা