জেইউ ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা

লাস্টনিউজবিডি, ০২ ফেব্রুয়ারি, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (জেইউপিএস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রায়হান আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আবিদ হাসান।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ফটোগ্রাফিক সোসাইটির কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও উক্ত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ইলিয়াছ বিন শামস, নিহান নিবির ও জিয়াউল হক। সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রিয়ংকেশ ভৌমিক পাপ্পু, দপ্তর সম্পাদক অংশুমান রশীদ, কোষাধ্যক্ষ সুবর্ণা শিকদার, মিডিয়া সম্পাদক সৌরভ সাহা, প্রকাশনা বিষয়ক সম্পাদক অভিক রায়, অনুষ্ঠান- বিষয়ক সম্পাদক সুদীপ্ত মোহন্ত, জনসংযোগ- বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন উপল, হিমেল ৪. আবীর, ইমরোজ, কৌশিক, সালমান, সানি, মুবাশশিরা, মাশহুরা, জাহিদ, আখলাক, রাউফু, রবিউল, সিফাতুল্লাহ, শাফিন, হায়াত, সানি ও রিপন।
পরিবেশবিজ্ঞান ৪২ ব্যাচের শিক্ষার্থী কুশল মজুমদার ও ইংরেজি-৪৪ ব্যাচের শিক্ষার্থী ইখতিয়ার আহমেদ বাপ্পীকে উক্ত কমিটির সম্মানীত সদস্য করা হয়েছে।
এছাড়াও, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (জেইউপিএস) উপদেষ্টামণ্ডলীতে আছেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আবু তোয়াব শাকির, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক তানজিনুল হক মোল্লা এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশীদ।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা