প্রায় ১৯৫ কোটি টাকার তেল কিনবে সরকার

লাস্টনিউজবিডি, ০১ ফেব্রুয়ারি: টিসিবি’র জন্য ১৯৪ কোটি ৭০ লাখ টাকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।
বুধবার (১ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে গ্লোবাল করপোরেশনের কাছ থেকে এই তেল কেনা হবে।
এর আগে, গত ১৯ জানুয়ারি টিসিবির জন্য ২০০ কোটি ২০ লাখ টাকায় ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়।
তারও আগে, গত বছরের ২৯ ডিসেম্বর ৮১ কোটি ১৮ লাখ টাকার ৪৪ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেয় সরকার।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা