জাবি আন্তঃবিভাগ হ্যান্ডবলের ফাইনালে আইন ও বিচার বিভাগ

লাস্টনিউজবিডি, ০১ ফেব্রুয়ারি, হাসান সজীব, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমি ফাইনালে দর্শন বিভাগকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আইন ও বিচার বিভাগ।
বুধবার (১ ফেব্রুয়ারি) সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফাহিম ২টি এবং ৫০ ব্যাচের তামিম ১ টি গোল করেন।
খেলার পুরোটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দর্শন ও আইন বিভাগের খেলোয়াড়রা। আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের মুহূর্মুহু আক্রমণ আর যথাসময়ে রক্ষণভাগ সামলে নেয়ায় ব্যর্থ হয় দর্শন বিভাগ। ফলে, আইন ও বিচার বিভাগের কাছে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
ফাইনাল নিশ্চিতকরণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলনেতা ও আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সাদাত কাভি বলেন, “আমরা এর আগে বেশ বড় ব্যবধানে জয় পেয়েছি। কিন্তু যেহেতু সেমিফাইনাল লেভেলের খেলা, আমরা জানতাম বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আশা করছি, ফাইনালে এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারব।”
আইন ও বিচার বিভাগের প্রভাষক এবং ছাত্র উপদেষ্টা এ জেড এম ওমর ফারুক জানান, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা শুধু পড়াশুনায় নয়, খেলাধুলায় ও ভাল করছে। আজকের খেলা দেখে মনে হলো ছেলেরা ফাইনালে ভাল করবে। খেলাধুলা এবং শরীরচর্চা মানুষের মনোযোগকে বৃদ্ধি করতে সহায়তা করে। সহিষ্ণুতা, শারীরিক সক্ষমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টির মাধ্যমে নিজের ব্যক্তিত্ব বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীড়ানুষ্ঠানে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে।”
আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ এবং ফার্মেসী বিভাগের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। জয়ী দল ফাইনালে আইন ও বিচার বিভাগকে মোকাবিলা করবে।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা