জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ

লাস্টনিউজবিডি, ৩০ জানুয়ারি, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের হল রুমে ২৯ জন শিক্ষার্থীর হাতে এই বৃত্তির চেক তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর নতুন প্রজন্মকে বর্তমান পরিবেশ বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে উৎসাহিত করা এবং দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে জাপানী বেসরকারি সংস্থা নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) এই বৃত্তি প্রদান করে থাকে। সেই লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশের ৫ টি বিশ্ববিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে তিন বছরের জন্য মাসিক ৩০০০ জাপানিজ ইয়েন সমমূল্যের অর্থ প্রদান করা হয়ে থাকে।
চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ আহমেদ ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ এনইএফ বৃত্তি কমিটির সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম সা’দৎ।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা