•  সপ্তাহে দুই দিন প্রাইভেট প্র্যাকটিসের আওতায় রোগী দেখবেন চিকিৎসকরা  •     •  ওমরাহ পালনে মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা সৌদির  •     •  ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা এনেছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী  •     •  বেশি লাভে মুরগি বিক্রি, আড়ৎ সাময়িকভাবে বন্ধ ঘোষণা  •     •  মহাখালীতে সাততলা বস্তির আগুনে পুড়লো শতাধিক ঘর  •     •  বিষপানে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা  •     •  আজ থেকে নতুন সময়সূচিতে অফিস-ব্যাংক  •     •  ব্র্যাকে অফিসার পদে চাকরি, লাগবে স্নাতক পাস  •     •  ঈদে একদিন ছুটি নিলে মিলবে টানা ৫ দিনের ছুটি  •     •  আইপিএল নয়, দেশের খেলা আগে: বাংলাদেশ কোচ  •     •  জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  •     •  জিয়া ছি‌লেন পাকিস্তানিদের গুপ্তচর: তথ্যমন্ত্রী  •     •  বিএনপি পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত: কাদের  •     •  আজ মহান স্বাধীনতা দিবস  •     •  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আ.লীগের কর্মসূচি  •     •  বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: কাদের  •     •  রাত সাড়ে ১০টায় এক মিনিট অন্ধকার থাকবে দেশ  •     •  রমজানেও বিএনপি মানুষকে স্বস্তি দিতে চায় না: তথ্যমন্ত্রী  •     •  গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী  •     •  আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস  •  
Saturday, 28th January , 2023, 08:08 pm,BDST
Print Friendly, PDF & Email

নতুন হলে শুধু ছয়ফুটের চৌকি পেল জাবি শিক্ষার্থীরা, কবে মিলবে চেয়ার টেবিল?


হাসান সজীব, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি হলের মধ্যে দুটি হল উদ্বোধনের অপেক্ষায় আছে। ৩১ জানুয়ারি উদ্বোধনের অপেক্ষায় থাকা ১৮ নং ছাত্রীহলে রুম বরাদ্ধ দিয়েছে হল প্রশাসন। ইতোমধ্যে ছাত্রীরা ব্যাগ-পত্র নিয়ে নতুন হলে উঠছে৷

সরেজমিনে গিয়ে দেখা যায়, এখনো হলের লিফট সেটাপসহ শেষ সময়ের কিছু কাজ বাকি রয়েছে। দুটি হলেই আসবাবপত্র হিসেবে ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ‘হাতিল’র তৈরি উন্নতমানের খাট (চৌকি) পেয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, যে চৌকি দেয়া হয়েছে তার দৈর্ঘ্য মাত্র ছয় ফিট। শিক্ষার্থীদের পা ধরলে, মাথা ধরছে না খাটে। মেলেনি স্টাডি টেবিল-চেয়ার, লকারসহ অন্যান্য আসবাব। প্রশাসন জানাতে ব্যর্থ হয়েছে কবে নাগাদ মিলবে বাকি আসবাবপত্র। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ব্যহত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নবনির্মিত হলে আসন প্রত্যাশী ৪৯ ব্যাচের এক শিক্ষার্থী জানান- গত দুই বছর গণরুম, মিনি গণরুমে থেকেছি। প্রয়োজনীয় আসবাবপত্রের অভাবে ঠিকভাবে থাকাটাও কষ্টকর ছিলো, পড়াশোনা তো দূরের ব্যাপার। নতুন হলগুলোতে ভালো সুযোগ-সুবিধা পাওয়া যাবে এ আশায় আবেদন করেছি। কিন্তু এখন শুনি, চৌকি ছাড়া অন্য কিছুর ব্যবস্থা হয় নি এখনো।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন বলেন, “আমরা এ বিষয়ে অবগত আছি। সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে অতি শীঘ্রই আমরা প্রয়োজনীয় আসবাবপত্র নতুন হলগুলোতে সরবরাহ করবো। তবে নির্দিষ্ট কোন তারিখ তা এখন জানাতে পারছি না।”

এদিকে ছেলেদের জন্য ২১ নাম্বার হলে ৬ ফুট দৈর্ঘ্যের চৌকি কেনা হয়েছে যা অসামঞ্জস্যপূর্ণ। নতুন কেনা এসব চৌকিতে ছাত্ররা ঠিকঠাকমতো ঘুমাতে পারবে না বলে মনে করছেন শিক্ষার্থী এবং হল সংশ্লিষ্টরা।

২১ নং হলে সিট পাওয়া ৪৮ ব্যাচের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো এতো কোটি টাকা ব্যয়ে নতুন হল তৈরি করা হয়েছে। সে হলে প্রয়োজনীয় আসবাবপত্র তো নাইই, তার উপর যে চৌকি দেওয়া হয়েছে তা ছেলেদের ব্যবহারের অনুপযোগী।

আরেক শিক্ষার্থী জানান, “ছয়ফুটের চৌকি কিভাবে বানায়? একজন সাড়ে পাঁচ ফুট দৈর্ঘের মানুষ যদি এই খাটে শোয়, সে বালিশটা পর্যন্ত রাখতে পারবে না। “

এ বিষয়ে পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন জানান, এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রকল্প অফিসের উপ-সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আহসাব হাবীব জানান, “এ ব্যাপারে পিডি (প্রকল্প পরিচালক নাসির উদ্দিন) ভাল বলতে পারবে। তবে আমি যতদূর জানি, প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হাতিল এটা চেইঞ্জ করে দিবে।”

পরিবর্তন করলে খাটের দৈর্ঘ্য কত হবে এমন প্রশ্নে তিনি জানান, “সেটা আসলে কত হবে তা কনসালটেন্ট (বুয়েট) ভাল বলতে পারবে। ছয়ফুট আট ইঞ্চি হতে পারে, দুই মিটার আর কি। আমরা কনসালটেন্ট এবং সাপ্লায়ারদের সাথে কথা বলছি। তারা কি ভুল করেছে বা কি ঘটেছে এটা নিয়ে আমরা কাজ করছি।”

বাকি আসবাবপত্র কবে নাগাদ আসতে পারে এমন প্রশ্নে উপাচার্য নূরুল আলম বলেন, “সরকার আপাতত ফার্নিচার কেনা বন্ধ করে দিয়েছে। এই বার (নিষেধাজ্ঞা) না উঠিয়ে নিলে আমরা আসলে দিতে পারব না, আমরা টেন্ডারই করতে পারব না। তবে, আমরা দুই-চার মাসের মধ্যে করতে পারব বলে আশা করছি। তবে জুনের মধ্যে পারব কি না সন্দেহ আছে।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কম্পিউটার কেনা, গাড়ি কেনা, ফার্নিচার কেনা, বাসা-বাড়ির রঙ করা নিষেধ করে দিয়েছে। আমরা বাজেট থেকে এটা করতে পারব না। আর প্রজেক্টে ফার্নিচার কেনা নিষেধ করে দিয়েছে। যেসব ওয়ার্ক অর্ডার হয়েছে তার ফিফটি পারসেন্ট খরচ করা যাবে, বাকি ফিফটি পারসেন্ট খরচ করা যাবে না।”

লম্বায় ছোট খাটের ব্যাপারে উপাচার্য বলেন, “এ ব্যাপারে আর্কিটেক্ট আহসানুল্লাহ মজুমদার আমাকে ছবি পাঠিয়েছেন। ডিজাইন অনুযায়ী ১.৯ মিটার বা ৬.২৪ ফুটের মত হয়। মানে প্রায় ৬ ফিট ৩ ইঞ্চির মত হয়। সাধারণত সাত ফিটের নিচে তো খাট হয় না। আমরা আবারো তার কাছে জানতে চাইবো এ ব্যাপারে।”

লাস্টনিউজবিডি/আখি

সর্বশেষ সংবাদ

আপনার মতামত দিন
Print Friendly, PDF & Email
youtube
youtube
পেপার কর্ণার
Lastnewsbd.com
islame bank
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >

বিএনপি বর্তমান কাঠামোতে ভোটে যেতে চান না, আপনিও কি তাই মনে করেন ?

View Results

Loading ... Loading ...
আর্কাইভ
IBBL-Web-Ad-Option-6.gif
সাক্ষাৎকার
সফল হওয়ার গল্প, সাফল্যের পথ
।। আলীমুজ্জামান হারুন।। ১৯৮১ সালে যখন নিটল...
বিস্তারিত
জেলার খবর
Rangpur

    রংপুরের খবর

  • শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
  • রাজনীতির টোকাইদের নিয়ে জোট করেছে বিএনপি : তথ্যমন্ত্রী
  • গরুর জন্য আবাসিক হোটেল

বিএনপি বর্তমান কাঠামোতে ভোটে যেতে চান না, আপনিও কি তাই মনে করেন ?

  • হ্যা (79%, ১৫ Votes)
  • না (21%, ৪ Votes)
  • মতামত নাই (0%, ০ Votes)

Total Voters: ১৯

Start Date: জানুয়ারী ৭, ২০২৩ @ ১০:২৪ অপরাহ্ন
End Date: No Expiry

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিহিংসার রাজনীতির জনক হচ্ছে বিএনপি-আপনিও কি তা-ই মনে করেন?

  • একমত না (78%, ৭ Votes)
  • আপনি কি একমত (22%, ২ Votes)
  • মতামত নাই (0%, ০ Votes)

Total Voters:

Start Date: নভেম্বর ২, ২০২২ @ ৪:০১ অপরাহ্ন
End Date: No Expiry

নিজেদের দলীয় কর্মী মনে করবেন না-ডিসি-এসপিদের প্রতি সিইসি এ বিষয়ে আপনার মতামত কি ?

  • একমত (100%, ৩ Votes)
  • একমত না (0%, ০ Votes)
  • মতামত নাই (0%, ০ Votes)

Total Voters:

Start Date: অক্টোবর ৮, ২০২২ @ ৫:১৬ অপরাহ্ন
End Date: No Expiry

থানায় গেলেই হয়রানির শিকার হতে হয় জনগণকে। টাকা ছাড়া কোনো কাজ হয় না। এই অবস্থার অবসান চান নতুন আইজিপি। আপনি কি মনে করেন ?

  • একমত (0%, ০ Votes)
  • না (0%, ০ Votes)
  • মতামত নাই (100%, ০ Votes)

Total Voters:

Start Date: অক্টোবর ৬, ২০২২ @ ৬:২৫ পূর্বাহ্ন
End Date: No Expiry

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা প্রথা তুলে দেওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আপনি কি একমত ?

  • হ্যা (67%, ১১৬ Votes)
  • না (28%, ৪৯ Votes)
  • মতামত নাই (5%, ৮ Votes)

Total Voters: ১৭৩

Start Date: ডিসেম্বর ৬, ২০২১ @ ১০:১৮ অপরাহ্ন
End Date: No Expiry

 Page ১ of ৩  ১  ২  ৩  »