অদৃশ্য রিমোট কন্ট্রোলে চলে বিএনপি জোটের আন্দোলন: কাদের

লাস্টনিউজবিডি, ২৭ জানুয়ারি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জোটের আন্দোলন অদৃশ্য রিমোট কন্ট্রোলে চলছে। দেশে আজগুবি যত খবর, তা ছড়াচ্ছে বিএনপি ও তার দোসররা।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা হয়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জোট বিদেশিদের দিকে তাকিয়ে আছে। তারা বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে লবিং করছেন। আওয়ামী লীগবিরোধী সব শক্তি ও বেশ কিছু অপশক্তি নিয়ে জোট গঠন করেছে বিএনপি।
জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক, ঘোষক নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ সালের নৃশংস ঘটনা ঘটানোই হয়েছে আওয়ামী লীগকে ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে কোনো সংঘাতের উসকানি না দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। তবে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিদিন কর্মসূচি করবে আওয়ামী লীগ।
যৌথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা