শিক্ষা ব্যবসা চলবে না সমাবর্তনে উইকেন্ড না, জাবিতে মানববন্ধন

লাস্টনিউজবিডি, ২৬ জানুয়ারি, হাসান সজীব, জাবি: ‘শিক্ষা ব্যবসা চলবে না সমাবর্তনে উইকেন্ড না’ প্ল্যাকার্ড হাতে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ষষ্ঠ সমাবর্তনে উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে আপত্তি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের একাংশ। তদসহ অতিরিক্ত সমাবর্তন ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, “সাত বছর পর সমাবর্তন আমাদের জন্য সৌভাগ্য নাকি অভিশাপ? এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আর্থিক স্বচ্ছলতা নেই। সমাবর্তনের এত ফি শিক্ষার্থীরা দিবে কি করে? আর উইকেন্ড কোর্সের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী নয়। প্রশাসনের আর্থিক লাভের জন্য তাদেরকে আমরা বৈধ শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দিতে পারি না।”
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম বলেন, “আমাদের শিক্ষকদের সাধারণ দিনে ক্লাসে দেখা না গেলেও শুক্র-শনিবারে তাদের ক্লাস মিস হয়না। এসব বাণিজ্যিক কোর্সের মাধ্যমে শিক্ষকরা সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। আমরা শিক্ষার বাণিজ্যিকীকরণ চাই না।”
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের কথা না ভেবে প্রশাসন নিজেদের কথা ভাবছে। বর্তমানে উইকেন্ড নামক বাণিজ্যিক কোর্সের মাধ্যমে শিক্ষকরা ব্যবসা করছেন। এসব শিক্ষার্থীদেরকে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ প্রদানের মাধ্যমে প্রশাসন এই অবৈধ কোর্সকে বৈধতা দেয়ার পাঁয়তারা করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।”
মানববন্ধনটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ষষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি উইকেন্ড কোর্স/ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সমাবর্তনের ফি হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর আলাদাভাবে ২ হাজার ৫০০ টাকা ও একসাথে ৪ হাজার টাকা, এমফিল ডিগ্রীর জন্য ৫ হাজার টাকা, পিএইচডি ডিগ্রীর জন্য ৭ হাজার টাকা এবং উইকেন্ড/ ইভিনিং প্রোগ্রামের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা