প্রেমের বিয়ে, ১ বছর পর গৃহবধূর বিষপান

লাস্টনিউজবিডি, ২৫ জানুয়ারি: সিরাজগঞ্জের তাড়াশে বিষপানে আশা মনি খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গৃহবধূ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ও একই এলাকার আরমানের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
পরিবারের বরাতে ওসি জানান, আশা মনি তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। ঢাকায় থাকাবস্থায় আরিফুল নামের একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর আগে আরিফের সঙ্গে তার বিয়ে হয়। আরিফুলের প্রথম পক্ষের স্ত্রী থাকায় বিয়ের পর তাকে ঘরে তোলেননি অন্যদিকে ডিভোর্সও দেননি। দুই মাস আগে আশা মনি ঢাকা থেকে তার চাচার বাড়িতে চলে আসেন।
তিনি আরো জানান, বাড়িতে আসার ১৭ দিন পর থেকে শিলন গ্রামের নানার বাড়িতে থাকা শুরু করেন তিনি। ওইখানে থাকাবস্থায় সোমবার রাতে বিষপান করেন। পরে স্বজনরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- পাতাল রেলের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রপ্তানিমুখী শিল্প বিকাশে ১০ হাজার কোটি টাকার তহবিল
- রাষ্ট্রপতির কাছে ৭ দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
- ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৩ শিক্ষার্থী বহিষ্কার
- জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ