শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে: ইসলামী আন্দোলন

লাস্টনিউজবিডি, ২৪ জানুয়ারি: স্বাধীন বাংলাদেশ এর ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী আদর্শ চর্চার পথ রুদ্ধ করতেই দেশ বিরোধী একটি গোষ্ঠী সুকৌশলে এদেশের পাঠ্যপুস্তকে ধর্মীয় বিদ্বেষ সংযোজন করেছে। বিষোদগার করা হয়েছে মুসলমানদের ফরজ বিধান পর্দা সহ নানান বিষয় নিয়ে। কোমলমতি শিক্ষার্থীদেরকে প্রাইমারী বিদ্যালয় থেকেই নাস্তিক্যবাদ মানসিকতার তৈরি করতেই এগুলো করা হচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঙ্গলবার উপরোক্ত মন্তব্য করেন।
নেতৃদ্বয় আরও বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নাম দিয়ে পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এখন শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শেষ করার হীন ষড়যন্ত্র করছেন। ইসলাম বিদ্বেষী ও নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাসের পক্ষে সাফাই গেয়ে তিনি প্রায় ৯২ শতাংশ মুসলমানদের কলিজায় আঘাত হেনেছেন। শিক্ষামন্ত্রী কি আদৌ বাংলাদেশকে ভালবাসেন? জনমনে আজ এ প্রশ্নের উদ্রেক ঘটেছে।
অবিলম্বে পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদ পাঠ এবং ভুল ও বিতর্কিত কাল্পনিক মুখরোচক গল্প গুজব বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তকে পাঠদান করাতে হবে। পাশাপাশি শিক্ষা সিলেবাসকে সংশোধন করতে ধর্মীয় বিজ্ঞজনদের সমন্বয়ে কমিটি গঠন করে নতুনভাবে প্রণয়নের জোর দাবী জানান নেতৃদ্বয়।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- পাতাল রেলের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রপ্তানিমুখী শিল্প বিকাশে ১০ হাজার কোটি টাকার তহবিল
- রাষ্ট্রপতির কাছে ৭ দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
- ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৩ শিক্ষার্থী বহিষ্কার
- জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ