লোহাগড়ায় বালু বোঝাই ট্রলার ডুবে শ্রমিক মৃত্যু

লাস্টনিউজবিডি, ২৪ জানুয়ারি, শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইলের লোহাগড়া ইউপির কামঠানা এলাকায় মধুমতি নদীতে বালু বোঝাই ট্রলার ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নাজমুল মৃধা (৩৩) কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবর মৃধার ছেলে।
মঙ্গলবার (২৪ জপনুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মধুমতি নদীতে খুলনার ফায়ার সার্ভিসের ডুবরী দল তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা এলাকার মধুমতি নদীতে নোঙ্গর করা একটি বালু বোঝাই ট্রলারকে অপর একটি ট্রলার ধাক্কা দিলে বালু বোঝাই ট্রলারের তলদেশ ফেটে ট্রলারে পানি উঠতে থাকে। এ সময় তিনজন শ্রমিক সাতার কেটে উপরে উঠলেও অপর শ্রমিক নাজমুল মৃধা ট্রলার সহ পানিতে ডুবে যায়। খবর পেয়ে বড়দিয়া নৌ-ফাড়ি পুলিশ, ফায়ার সার্ভিস এবং লোহাগড়া থানা পুলিশ মধুমতি নদীতে যৌথ অভিযান চালিয়ে নাজমুল মৃধা কে উদ্ধার করতে পারিনি। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আবার ও বড়দিয়া নৌ-ফাড়ি পুলিশ,ফায়ার সার্ভিস, লোহাগড়া থানা পুলিশ এবং খুলনা ফায়ার সার্ভিসের ডুবরী দল মধুমতি নদীতে অভিযান চালিয়ে মৃত্যু অবস্থায় নাজমুল মৃধার লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শ্রমিক নাজমুল মৃধার লাশ মধুমতি নদী থেকে উদ্ধার করা হয়।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- পাতাল রেলের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রপ্তানিমুখী শিল্প বিকাশে ১০ হাজার কোটি টাকার তহবিল
- রাষ্ট্রপতির কাছে ৭ দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
- ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৩ শিক্ষার্থী বহিষ্কার
- জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ