মিরাজকে নিয়ে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা

লাস্টনিউজবিডি, ২৪ জানুয়ারি: ব্যাট-বল হাতে ২০২২ সালে দারুণ সময় কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন তিনি। গেল বছর বল হাতে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৩০ রান করেছেন মিরাজ।
গত বছর ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ২৯ রান দিয়ে ৪ উইকেট। ৬৬ গড়ে ৩৩০ রানও করেছেন তিনি, যেখানে ছিল সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।
মিরাজ ছাড়া ঘোষিত এই ওয়ানডে একাদশে বাংলাদেশের আর কেউই জায়গা পাননি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে। আর পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
বর্ষসেরা ওয়ানডে দল
বাবর আজম (অধিনায়ক), ট্রেভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- পাতাল রেলের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রপ্তানিমুখী শিল্প বিকাশে ১০ হাজার কোটি টাকার তহবিল
- রাষ্ট্রপতির কাছে ৭ দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
- ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৩ শিক্ষার্থী বহিষ্কার
- জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ