মগবাজারে প্লাস্টিকের ড্রাম বিস্ফোরণ: আহত ৪

লাস্টনিউজবিডি, ২৪ জানুয়ারি: রাজধানীর মগবাজারে ওষুধের দোকানের সামনে থাকা একটি প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণ ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ওয়ারলেস মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), সাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাইফুলের অবস্থা গুরুতর।
সাইফুল বলেন, তিনি রিকশা করে অফিসে যাওয়ার পথে মগবাজারে পৌঁছলে হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে তারা কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মগবাজারে প্লাস্টিকের ড্রামটি বিস্ফোরিত হলে বেশ কয়েকজন আহত হয়েছেন। ড্রামটি অনেকদিন ধরে সেখানে অরক্ষিত অবস্থায় পড়েছিল।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ড্রামের ভিতরে কী ছিল জানা যায়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ
- কুড়িগ্রামে ২১ মামলার আসামীসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার