২ বাংলাদেশী ক্রিকেটারে মুগ্ধ রিজওয়ান

লাস্টনিউজবিডি, ২৩ জানুয়ারি: পাকিস্তানি ক্রিকেটারদের বাংলাদেশ প্রীতি নতুন নয়। বাংলাদশে খেলতে আসার সুযোগ পেলে তারা বেশ খুশি হন। মোহাম্মাদ রিজওয়ানও এর বাইরে নন। এবার বিপিএল খেলতে আরেকবার মুগ্ধ হলেন তিনি। সেই সঙ্গে দুই টাইগার ক্রিকেটারকে প্রশংসায় ভাসালেন।
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। লিটন দাসকে প্রশংসায় ভাসালেন রিজওয়ান। এই ওপেনারকে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ মনে করেন পাকিস্তানি ওপেনার। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের মাঝেও দেখছেন উজ্জ্বল ভবিষ্যৎ।
রিজওয়ানের ২০২১ সালের টি-২০ বিশ্বকাপটা ছিল স্বপ্নের মত। এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি রানের সঙ্গে ব্যাটারদের র্যাংকিংয়েও এক নম্বরেও উঠেছিলেন তিনি। ৮০ ম্যাচে প্রায় ৫০ গড়ে তুলেছেন ২ হাজার ৬৩৫ রান। বাংলাদেশিদের কাছেও রিজওয়ান সমান জনপ্রিয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটাররা শিখতে চায়। অনেকে আমার কাছে আসে। জানতে চায় কিভাবে চাপ সামলে ব্যাট করা যায়। তাদের সাধ্যমত জানানোর চেষ্টা করি যতটা আমি জানি।’
ব্যাটিংয়ে বাবর আজমের মত গ্ল্যামারাস নন। তবে তার উপর ভরসা রাখা যায় শতভাগ। কখনো ধীরগতি, কখনো মারমুখী। তবে অ্যাঙ্করিং রোলেই তাকে বেশি দেখা যায়। এ নিয়ে তিক্ত অভিজ্ঞতাও আছে রিজওয়ানের।
রিজওয়ান বলেন, ‘কঠিন এক ভূমিকা। কখনো সবাই মনে করে ঠিক আছে। আবার কখনো নেতিবাচক কথা হয়। তবে তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার লক্ষ্য থাকে টিমকে কিভাবে জেতানো যায়। কুমিল্লা হোক কিংবা পাকিস্তান দল।’
বাবর আজমের ওপেনিং পার্টনার বিপিএলে জুটি বেঁধেছেন লিটন দাসের সঙ্গে। প্রশংসায় ভাসালেন বাংলাদেশ ব্যাটারকেও।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- পাতাল রেলের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রপ্তানিমুখী শিল্প বিকাশে ১০ হাজার কোটি টাকার তহবিল
- রাষ্ট্রপতির কাছে ৭ দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
- ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৩ শিক্ষার্থী বহিষ্কার
- জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ