ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই কলেজছাত্রের মৃত্যু

লাস্টনিউজবিডি, ২০ জানুয়ারি: গাজীপুরের শ্রীপুরে ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউপির ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সিয়াম ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাসিন্দা শাকিল হোসেন। তারা গাজীপুর বিজিএমইএ কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে শ্রীপুর উপজেলার ডুমনী পাগলা ব্রিজের দিকে যাচ্ছিলেন শাকিল ও সিয়াম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়ল
- শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের ইফতার বিতরণ
- বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
- সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞা এর দায়িত্ব গ্রহণ
- রাজধানীর এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
- মসিকের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা