ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক আগ্রহ প্রকাশ: মাতলুব

লাস্টনিউজবিডি, ১১ জানুয়ারি: আইবিসিসিআইর (IBCCI) সভাপতি, বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকক্সারার্স এসোসিয়েশনের (বামা) সভাপতি, এফবিসিসিআইর সাবেক সভাপতি, নিটল-নিলয় গ্রুপের চেয়াম্যান আবদুল মাতলুব আহমাদ জানান, সিমেন্ট এর কাঁচামালসহ বিভিন্ন খাতে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে ।

আজ ১১জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভারতের মধ্য প্রদেশের ইন্ডরে অনুষ্ঠিতব্য ৪ দিনব্যাপী Global Investors Summit Exhibition and Buyer Seller meet মেলায় বাংলাদেশে ১১ জন ব্যবসায়ীরা অংশগ্রহন করছে । মধ্য প্রদেশে যাত্রার প্রক্কালে গতকাল কোলকাতায় হোটেল হলিডে ইন এ ভারতীয় ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় আবদুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে । এই পরিবেশ এবং সরকারের দেয়া সুযোগ-সুবিধা কাঝে লাগিয়ে দু দেশের ব্যবসায়ীরা আরো লাভবান হতে পারবে । তিনি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগের আহবান জানান।
আইবিসিসিআইর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী, বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়, আমরা এটাকে তিন বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনাসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছি।
এতে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রির ১১ জন ব্যবসায়ী যোগদান করবেন। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মিসেস ফারকুন্দা জেবিন খান।

আইবিসিসিআইর (IBCCI) সভাপতি মাতলুব আহমাদ জানান, ৪ দিনব্যাপী এই অনুষ্ঠানে Automobile & Engineering, Pharmaceutical & Healthcare, Agricultural & Food processing, textiles and Garments, logistric, Aerospace, IT, Chemical, Tourism বিষয়ে ব্যাপক আলোচনা এবং B2B অনুষ্ঠিত হবে।

এছাড়াও মেলাতে আইবিসিসিআই স্টলে অংশগ্রহনকারী ব্যবসায়ীবৃন্দের প্রোডাক্ট এবং আইবিসিসিআই এর প্রকাশনা প্রদশর্নী করা হবে। এখানে অনেকগুলো MOU সাক্ষরের সম্ভবনাও রয়েছে ।
IBCC signed an MoU with the Govt of Madhya Pradesh



বাংলাদেশ শিগগিরই ইলেকট্রিক গাড়ী তৈরী করতে পারবে: মাতলুব আহমাদ
ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ব্যাপকভাবে বেড়েছে, আরো বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে: প্রনয় বর্মা (ভিডিও)
