প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য

লাস্টনিউজবিডি, ১০ জানুয়ারি: রাঙামাটিতে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় ৩ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। আহতদের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও রয়েছেন।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাঙামাটির বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন কান্তি দে। তাঁরা তিন জনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে যথাক্রমে আকবর শাহ ও বাকলিয়া থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।
গুলিবিদ্ধ পুলিশের তিন সদস্য চমেক হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারের এএসপি রাজু নাহা বলেন, প্রশিক্ষণ চলাকালীন নার্গিস নামের একজন নারী কনস্টেবল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অসাবধানবশত তাঁর গুলিতে অন্য তিন পুলিশ সদস্য আহত হয়।
লাস্টনিউজবিডি/কাফি
সর্বশেষ সংবাদ
- পাতাল রেলের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রপ্তানিমুখী শিল্প বিকাশে ১০ হাজার কোটি টাকার তহবিল
- রাষ্ট্রপতির কাছে ৭ দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
- ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৩ শিক্ষার্থী বহিষ্কার
- জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ