বাসে তল্লাশি: ইয়াবাসহ যাত্রী আটক

লাস্টনিউজবিডি, ৮ জানুয়ারি: বরিশাল থেকে পটুয়াখালীর কলাপাড়াগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম।
আটক রফিকুল ইসলাম (৩৬) পটুয়াখালী সদর থানাধীন ইটবাড়িয়া এলাকার অহেদ ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন। তিনি জানান, পটুয়াখালী সদর থানাধীন শিয়ালী বাজার সংলগ্ন মহাসড়কে বরিশাল থেকে কলাপাড়াগামী সেকান্দার পরিবহণ নামক যাত্রীবাহী বাসটির গতিরোধ করা হয়। পরে বাসের ভেতর তল্লাশি চালিয়ে তিন নম্বরে আসনে বসা রফিকুলকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়া এ সময় একটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- পাতাল রেলের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রপ্তানিমুখী শিল্প বিকাশে ১০ হাজার কোটি টাকার তহবিল
- রাষ্ট্রপতির কাছে ৭ দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
- ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৩ শিক্ষার্থী বহিষ্কার
- জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ