রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে রোহিঙ্গা নেতাকে হত্যা

লাস্টনিউজবিডি, ৮ জানুয়ারি: কক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাতে পালংখালীর জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ ১৫ নম্বর ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেন।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কালো মুখোশ পরে একদল সন্ত্রাসী ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। টের পেয়ে রশিদ আহমদ পালানোর সময় তাকে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তার স্ত্রী ও প্রতিবেশীদের চিৎকারে ক্যাম্পের ভলান্টিয়াররা তাকে উদ্ধার করে ক্যাম্প ১৫ এর এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- পাতাল রেলের নির্মাণ কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- রপ্তানিমুখী শিল্প বিকাশে ১০ হাজার কোটি টাকার তহবিল
- রাষ্ট্রপতির কাছে ৭ দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারদের পরিচয়পত্র পেশ
- ঢাবি ও অধিভুক্ত কলেজের ১১৩ শিক্ষার্থী বহিষ্কার
- জাবিতে এনইএফ’র বৃত্তির চেক বিতরণ