পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার

লাস্টনিউজবিডি, ১ জানুয়ারি: বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হয়েছেন জনেন্দ্র নাথ সরকার। তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয়ে কাজ করছেন।
রবিবার (১ জানুয়ারি) সরকারের এই অতিরিক্ত সচিবকে পেট্রোবাংলায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পেট্রোবাংলা অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম দ্রব্যাদি আমদানি, পরিশোধন ও বিপণন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন। এটি বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি করপোরেশন।