অতি ডান-বাম মিলে সরকারবিরোধী চক্রান্ত করছে: কাদের

লাস্টনিউজবিডি, ৩১ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এতে প্রতিহিংসা পরায়ণ হয়ে ৩৩ দলের ব্যানারে অতি ডান-বাম মিলে সরকারবিরোধী চক্রান্ত করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আন্দোলনের নামে রাজপথে বিএনপি-জামায়াত নাশকতা করলে মোকাবিলা করা হবে। বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। এ দেশেও তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। সঠিক সময়ে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না।’
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে ফেনী হয়ে নোয়াখালী যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ জনগণ ও নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।