বিমানের এমডি হলেন শফিউল, বিজেএমসির চেয়ারম্যান রাহাত

লাস্টনিউজবিডি, ০৭ ডিসেম্বর: মন্ত্রিপরিষদ বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলিপূর্বক প্রেষণে নিয়োগপ্রাপ্ত দুই অতিরিক্ত সচিবরা হলেন- মো. রাহাত আনোয়ার ও শফিউল আজিম।
এদের মধ্যে রাহাত আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান ও শফিউল আজিমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।