বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে কায়কাউসকে নিয়োগ

লাস্টনিউজবিডি, ০৭ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ড. আহমদ কায়কাউসের সঙ্গে সরকারে সম্পাদিত চুক্তি অনুযায়ী ‘প্রধানমন্ত্রীর মুখ্য সচিব’ পদে তার নিয়োগ ৯ ডিসেম্বর থেকে বাতিল হচ্ছে। এরপর তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদমর্যাদায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের প্রধান কাযালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদের জন্য তার এই নিয়োগ।
এর আগে গত ২৮ নভেম্বর মন্ত্রিসভায় নেওয়া ধন্যবাদ প্রস্তাব থেকেও এ তথ্য জানা গেছে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ গত রবিবার (৪ ডিসেম্বর) রাতে ধন্যবাদ প্রস্তাবের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। এরপর সুদীর্ঘ প্রায় ৩৭ বছর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনের শুরুতে আহমদ কায়কাউস মাঠপ্রশাসন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আগামী ৮ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন তিনি।

লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ