ব্যাটের পর বল হাতে জ্বলে উঠলেন মিরাজ

লাস্টনিউজবিডি, ০৭ ডিসেম্বর: ভারতের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ করেছে টিম টাইগার। সফরকারীদের ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। জবাব দিতে নেমে সুবিধা করতে পারছে না সফরকারীরা। ব্যাটের পর বোল হাতেও জ্বলে উঠেছেন মিরাজ। ফেরালেন লোকেশ রাহুলকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৫ রান।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানে করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ মেহেদী হাসান মিরাজ ১০০* ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭৭ রান করেন।
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। মাত্র ১৩ রানেই দুই ওপেনার ব্যাটারকে হারায় ভারত।
দ্বিতীয় ওভারেই ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিকে বোল্ড করে ঘরে ফেরান এবাদত হোসেন। এরপর পরের ওভারেই
ভারতকে চেপে ধরেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউয়ের রিভিউয়ে ব্যর্থ হওয়ার দুই বল পরেই শিখর ধাওয়ানকে ফিরিয়ে দিলেন মুস্তাফিজ।
অফ স্টাম্পের বাইরের শর্ট বল ডিফেন্স করতে চেয়েছিলেন ধাওয়ান। বাঁহাতি ওপেনারের প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স করে ছুঁয়ে যায় গ্লাভস। পয়েন্টে সহজ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ৮ রানে ফেরেন ধাওয়ান।
দশম ওভারে আক্রমণে এলেন সাকিব আল হাসান। ভেঙে দিলেন ভারতের জুটি গড়ার চেষ্টা
বাঁহাতি স্পিনারের অফ স্টাম্প ঘেঁষা বল লেগে ঘুরাতে চেয়েছিলেন ওয়াশিংটন। ঠিক মতো পারেননি। মিডউইকেটে ক্যাচ নেন লিটন দাস।
সেই প্রথম ওভার করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর আর লম্বা সময় বল হাতে পাননি তিনি। ১৯তম ওভারে ফিরেই সাফল্য পেলেন। চমৎকার এক ডেলিভারিতে এলবিডব্লিউ করে দিলেন লোকেশ রাহুলকে।
২৮ বলে খেলে ১৪ রান করে ভারত সহ-অধিনায়ক। তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
অফ স্পিনারের বল জায়গায় দাঁড়িয়ে লেগে ঘুরাতে চেয়েছিলেন রাহুল। বলের লাইন মিস করা মাত্র হাঁটা ধরেন ডানহাতি এই ব্যাটসম্যান।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- মধ্যরাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ৪ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
- আমি কাঁদছি, চোখের এই জল দুঃখের নয়: সানিয়া মির্জা
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত