ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরেছেন মাহমুদউল্লাহ-মিরাজ

লাস্টনিউজবিডি, ০৭ ডিসেম্বর: ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। একশ রানের আগেই হারায় মূল্যবান পাঁচটি উইকেট। ব্যাটিং বিপর্যয়ে পড়া এই দলের হাল ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৩০ রান তুলেছে টাইগাররা।
এখন ৩১ রানে মিরাজ ও ২৬ রানে মাহমুদউল্লাহ অপরজিত রয়েছেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট হাতে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত ১১ রানে আউট হন ওপেনার এনামুল হক বিজয়। আরেক ওপেনার লিটন কুমার দাসের ব্যাট থেকে এসেছে কেবল ৭ রান। ৮ রান করে আউট হন সাকিব আল হাসান।
নাজমুল হাসান শান্তর ব্যাটে আশার আলো দেখতে থাকে বাংলাদেশ শিবির। কিন্তু ব্যক্তিগত ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি বা-হাতি এই ব্যাটার। ৩৫ বলে ২১ রান করে আউট হন তিনি। ১২ রান করতে পেরেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। আর রানের খাতায় খুলতে পারেননি আফিফ হোসেন ধ্রুব।
মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারালে মনে হচ্ছিল একশও করতে পারবে না টাইগাররা। এমন সময় সপ্তম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। এর মধ্যেই দুজন মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৫৭ রানের জুটি।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- আমি কাঁদছি, চোখের এই জল দুঃখের নয়: সানিয়া মির্জা
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত