৭ বছর পর আবার বাংলাদেশের বিরুদ্ধে হারের শঙ্কায় ভারত

লাস্টনিউজবিডি, ০৬ ডিসেম্বর: এক দিনের সিরিজ়ে বাংলাদেশের বিরুদ্ধে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। ২০১৫ সালে মহেন্দ্র সিং ধোনির দল খেলতে এসেছিল বাংলাদেশে। সেটাই ছিল বাংলাদেশের মাটিতে এই দুই দলের শেষ দ্বিপাক্ষিক সিরিজ়। ভারত সেই সিরিজ় হেরেছিল ১-২ ব্যবধানে। এবার কী হবে? বাংলাদেশের বিরুদ্ধে শঙ্কায় ভারত।
প্রথম ম্যাচে ভারত এক উইকেটে হেরেছে। বাংলাদেশ শেষ উইকেট হাতে নিয়ে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে ৫১ রান তুলে নেয়। শুধু বোলারদের এই ব্যর্থতা নয়, ভারতের আরও চিন্তার কারণ ব্যাটিং। প্রথমে ব্যাট করে রোহিত শর্মা, বিরাট কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং তোলে ১৮৬ রান।
যা এক দিনের ক্রিকেটের জন্য লড়াই করার মতো নয়। দীপক চাহাররা যদিও সেই নিয়েই লড়াই করছিলেন। এক সময় মনে হচ্ছিল ভারত জিতে যাবে। কিন্তু শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমানের হার না মানা লড়াইয়ের বিরুদ্ধে হেরে গেল ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। যদিও সিরিজ় শুরুর আগের দিন জানা গিয়েছে চোটের জন্য এই সিরিজ়ে খেলতে পারবেন না মোহাম্মদ শামি। তার বদলে পাঠানো হয়েছে উমরান মালিককে। খেলবেন না ঋষভ পান্থও।
তিনিও বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন। তার বদলি কাউকে পাঠায়নি বোর্ড। প্রথম ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন লোকেশ রাহুল। তিনি শেষ মুহূর্তে একটি ক্যাচ ফেলেছিলেন। যা ম্যাচের ফল ঘুরিয়ে দিয়েছে। ক্যাচ নিতে পারলে জয় পেয়ে যেত ভারত।
মিরপুরে প্রথম ম্যাচে অভিষেক হয় কুলদীপ সেনের। তিনি দু’উইকেট নেন। পরের ম্যাচেও তাকে দেখতে পাওয়ার সুযোগ রয়েছে। বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২.০০ মিনিটে ম্যাচ। মিরপুরেই হবে সেই খেলা। সিরিজ়ের শেষ ম্যাচ হবে চট্টগ্রামে।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ
- কুড়িগ্রামে ২১ মামলার আসামীসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার