খুলনায় ১০ ককটেল উদ্ধার, জড়িত সন্দেহে আটক ৩

লাস্টনিউজবিডি, ০৬ ডিসেম্বর: খুলনার ডুমুরিয়া থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া থেকে ককটেল উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে হঠাৎ গুটুদিয়া ইউনিয়নের ওয়াবদার মাথা মোড় থেকে শলুয়াগামী সড়কের বড়ডাঙ্গা ব্রিজের উত্তর পাশ এলাকায় দুটি গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ডুমুরিয়ার থানার ওসিসহ অন্য অফিসাররা ঘটনাস্থলে যান। এ সময় এলাকাবাসীর মুখে ঘটনার বর্ণনা শুনে তারা তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে রাস্তার পাশ থেকে পাঁচটি বড় ও তিনটি ছোট ব্যাগের মধ্য থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।