ফুটবলাররা প্রতিবাদ করলেই পরিবারের ওপর নেমে আসবে অত্যাচার!

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর, ‘সঠিকভাবে হিজাব না পরা’র অপরাধে ইরানের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক মাশা আমিনী হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশটি এখনো অশান্ত হয়ে আছে। প্রতিদিন চলছে প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর নির্যাতন- ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইরান সরকার। প্রতিবাদের ঢেউ এসে লেগেছে কাতার বিশ্বকাপেও।
ইরানের খেলা থাকলেই গ্যালারিতে দেখা যায় প্রতিবাদ। দেশটির ফুটবলাররাও যোগ দিয়েছেন মাশা আমিনী হত্যার প্রতিবাদে।
গ্রুপপর্বে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইরানের ফুটবলাররা জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট মেলাননি। যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর ফুটবলারদের কঠোর শাস্তির হুমকি দেন ইরানের কয়েকজন মন্ত্রী। অবশেষে ওয়েলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইরানি ফুটবলাররা জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন বটে, কিন্তু সেটা স্বতঃস্ফুর্ত ছিল না। আজ মঙ্গলবার শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ইরান। এই ম্যাচের আগেও নাকি ফুটবলারদের হুমকি দিয়েছে দেশটির সরকার।
একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ইরানের সরকার তাদের জাতীয় দলের ফুটবলারদের পরিবারগুলোকে হুমকি দিয়েছে। ম্যাচের সময় খেলোয়াড়েরা নিজেদের আচরণ সংযত না করলে তাদের পরিবারের সদস্যদের কারাবাস এবং অত্যাচারের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন! এ বিষয়ে নাকি ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সদস্যদের সঙ্গে বৈঠকও হয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের।
সিএনএন আরও জানিয়েছে, ইরানের নিরাপত্তা কর্মকর্তারা কাতারে গিয়ে খেলোয়াড়দের তথ্য সংগ্রহ করছেন এবং তাদেরকে নজরদারিতে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের উপহার ও গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান সরকার। কিন্তু ফুটবলাররা জাতীয় সংগীতের সঙ্গে গলা না মেলানোয় এই ঘোষণা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ইরান-যুক্তরাষ্ট্র। একই সময়ে অন্য ম্যাচ খেলবে ইংল্যান্ড এবং ওয়েলস।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- স্বামীকে তালাক দিয়ে ভাসুরের সঙ্গে প্রেম, পালানোর সময় ধরা
- মধ্যরাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ৪ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
- আমি কাঁদছি, চোখের এই জল দুঃখের নয়: সানিয়া মির্জা
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ