নির্মাতার নামে নায়িকা রাজ রিপার জিডি

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: ঢাকাই চলচ্চিত্রের নবাগতা নায়িকা রাজ রিপা। এরই মধ্যে কয়েকটি সিনেমার কাজ সম্পন্ন করেছেন, সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। শুটিং ফ্লোর পর্যন্ত গড়ানোর আগেই বাধে বিপত্তি। নির্মাতার নামে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রাজধানীর রমনা থানায় প্রতারণা ও হুমকির অভিযোগ এনে নাসিম সাহনিকের নামে তিনি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-১৭৪৬। জিডিতে উল্লেখ করেন, সিনেমায় সাইনিংয়ে ৩০ ভাগ টাকা দেয়ার কথা উল্লেখ থাকলেও টাকা দেননি। টাকা চাইতে গেলে হুমকি দেন। এর আগে রাজ রিপা তার ফেসবুকে এ নিয়ে পোস্ট দেন।
রাজ রিপা বলেন,‘আমাকে গল্প শুনানোর কথা বলে মিটিং করেন। তখন আমাকে সাইনিং করান। আমি ভেবেছি নগদ টাকা দিবেন। কিন্তু না দিয়েই সাইনিং করিয়েছেন। এরপরে বিকাশ নাম্বার নিয়েও টাকা দেননি। নিউজ করানোর জন্যও বলেন তারা।’
চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রাজ রিপা। এ সিনেমাটির কিছু অংশের কাজ বাকি রয়েছে।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ
- কুড়িগ্রামে ২১ মামলার আসামীসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
- বিআরটিসির বাসচাপায় মারা গেল স্ত্রী, হাসপাতালে স্বামী