মোংলা কাস্টম কমিশনারের সাথে বারভিডা প্রতিনিধি দলের বৈঠক

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন) নেতৃবৃন্দ গতকাল (২৮-১১-২০২২) বিকেলে মোংলা কাস্টম হাউস এর কমিশনার জনাব মোহাম্মদ নেয়াজুর রহমান এর সাথে কাস্টম হাউসে এক বৈঠকে মিলিত হন।
বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ট্রেজারার এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন কাস্টম হাউস কমিশনারকে গাড়ি শুল্কায়ন ও ছাড়করণ প্রক্রিয়ায় কাস্টম হাউস থেকে প্রদত্ত সবধরনের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বর্তমান অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে অন্তত চলতি বছরের জানুয়ারি মাস থেকে আমদানি করা গাড়িগুলোর নিলাম স্থগিত রাখার জন্য কমিশনারকে অনুরোধ জানান।
বারভিডা প্রেসিডেন্ট বন্দরে গাড়ি অবতরণের ৩০ দিন অতিক্রান্ত হলে গাড়িপ্রতি আরোপিত ৩০০০ টাকা জরিমানা মওকুফের জন্যও অনুরোধ জানান।
এছাড়াও মোঃ হাবিব উল্লাহ ডন সম্প্রতি এলসি ছাড়া কয়েকশত গাড়ি আমদানির বিষয়টি সম্পূর্ণ সত্য নয় বলে উল্লেখ করেন। ব্যাংকগুলো আমদানিকারকদেরকে এলসি খোলার বিষয়ে আশ্বস্ত করে কালক্ষেপণ করায় কিছু গাড়ি এলসি ছাড়া বন্দরে অবতরণ করে। তাই শুধু আমদানিকারক বা রপ্তানিকারকদের নয়, ব্যাংকগুলোরও এক্ষেত্রে দায় রয়েছে বলে বারভিডা প্রেসিডেন্ট উল্লেখ করেন।
কাস্টম হাউস কমিশনার মোংলা কাস্টম হাউসের মোট রাজস্ব আহরণে বারভিডার সর্বোচ্চ অবদানের জন্য বারভিডা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যাবাদ জানান। তিনি বারভিডার অনুরোধগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ যাচাই-বাছাই করে এগুলি সমাধানের আশ্বাস দেন। সভায় মোংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনারবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য যে, মোংলা কাস্টম হাউস বর্তমানে সরকারের রাজস্ব আয়েরগুরুত্বপূর্ণ উৎস। বারভিডা মোংলা কাস্টম হাউসের মাধ্যমে গাড়ি আমদানি করে সরকারকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে আসছে। বারভিডা প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল জনাব বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার জনাব মোঃ আনিছুর রহমান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি জনাব মোঃ জসিম উদ্দিন, কালচারাল সেক্রেটারি জনাব জোবায়ের রহমান এবং কার্যনির্বাহী সদস্য কাউছার হামিদ, জনাব মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), জিয়াউল ইসলাম জিয়া, আলহাজ¦ জাফর আহমেদ, আবু হোসেন ভ‚ইয়া রানু, জনাব মোঃ রায়হান আজাদ (টিটো), জনাব মাহবুবুল হক চৌধুরী বাবর, জনাব মোঃ নাজমুল আলম চৌধুরী, জনাব মোঃ গোলাম রব্বানি (শান্ত), মোঃ লাবু মিয়া হাজী রুবেল ও পুনম শারমিন ঝিলমিল উপস্থিত ছিলেন।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- রোজার পণ্য আমদানিতে পর্যাপ্ত এলসি খোলা হয়েছে: কেন্দ্রীয় ব্যাংক
- মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভা
- ২০ হাজার টাকায় মিলত রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন-পাসপোর্ট
- গণফোরাম-পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক
- চবি চারুকলা বন্ধ ঘোষণা, রাত দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ
- ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের মতবিনিময়