সম্পত্তি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: বরিশাল সিটি করপোরেশনের পলাশপুর কলোনীতে জমি বিরোধে স্বামী শেখ ইকবাল কবিরকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী জাফরিন আরা পপি। সোমবার (২৮ নভেম্বর) রাত ১টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শেখ ইকবালের মৃত্যু হয়।
জানা গেছে, পলাশপুর বাউ বাজার এলাকার বাসিন্দা শেখ ইকবাল কবির ও পপি দম্পতি বসবাস করতেন। তাদের দুই মেয়ে। ছেলে না থাকায় ইকবাল কবির দীর্ঘদিন ধরেই তার ভাইয়ের ছেলেদের জমি ও ভবন লিখে দেওয়ার কথা বলে আসছিলেন। তবে স্ত্রী জাফরিন আরা পপি মেয়েদের সম্পত্তি লিখে দেওয়ার চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সোমবার রাত ১০টার দিকে স্বামীকে বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করেন।
আহত ইকবাল কবিরকে প্রতিবেশীরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে মারা যান ইকবাল কবির।
এ ঘটনায় মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর মুকুল বলেন, নিহতের ভাইয়ের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ
- কুড়িগ্রামে ২১ মামলার আসামীসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
- বিআরটিসির বাসচাপায় মারা গেল স্ত্রী, হাসপাতালে স্বামী