সড়কে অচেতন কলেজছাত্রী, পাশেই ছিল চিরকুট

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: সিলেট শহরতলীর বটেশ্বর এলাকা থেকে অচেতন অবস্থায় এমসি কলেজের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তার পাশে থাকা একটি চিরকুটও উদ্ধার করা হয়। তবে তার কিছু খোয়াও যায়নি।
সোমবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
উদ্ধার চিরকুটে লেখা আছে, ‘ও আমাদের শিকার নয়। আমাদের গাড়িতে সিগন্যাল দিয়েছে, এ জন্য আমরা পুরিরে (মেয়ে) গাড়িতে তুলতে বাধ্য হই। কোনো ভালো মানুষ পেলে পৌঁছায় দিই।’
শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, তাকে উদ্ধারের পর প্রথমে সিএমএইচে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে স্বজনরা এলে তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়।
তিনি আরো বলেন, সন্ধ্যায় তার জ্ঞান ফিরেছে। তার সঙ্গে কথাও বলেছি। মেয়েটি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল কি না সে বিষয়টি নিশ্চিত নয়। তার কিছু খোয়াও যায়নি।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পুলিশ ভ্যান, নিহত কনস্টেবল
- অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
- বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা
- ইসির সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক আজ
- আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
- সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে: পিআইও