সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

লাস্টনিউজবিডি, ২৮ নভেম্বর: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে এসএম রাব্বি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
রাব্বি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ২১ জুন একটি অনলাইন নিউজ পোর্টালে ‘আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের কমেন্টস বক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করেন রাব্বি। এ পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে গত ২৩ জুন তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯/৩১(২) ধারায় মামলা রুজু করে।
এরপর থেকে রাব্বি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে তাকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়। সোমবার রাব্বিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ
- কুড়িগ্রামে ২১ মামলার আসামীসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
- বিআরটিসির বাসচাপায় মারা গেল স্ত্রী, হাসপাতালে স্বামী