কালিয়াকৈরে অস্ত্রসহ ৬ ডাকাত সদস্য আটক

লাস্টনিউজবিডি, ২৮ নভেম্বর: গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্র, মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সেলিম হোসেন (৩০), মো. ইয়াছিন (২৮), উজ্জ্বল হোসেন (৩৫), সাইদুর রহমান (৩২), আ. আলিম (৩২), শাহীন মিয়া (৪৫)।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বেশ কয়েকদিন ধরে ছিনতাই ডাকাতির ঘটনা ঘটছিলো। গত ২৭ নভেম্বর ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় স্থানীয় বাসিন্দা মনজুরুল হকের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। পরে ওই দিনই দুপুরে মনজুরুল হক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে গত রোববার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সিগন্যাল লাইট, একটি টর্চলাইট, একটি দা, একটি পাইপগান, একটি করাত, ১৯টি মোবাইল ফোন, নগদ টাকা, দুটি ধারালো ছুরি, একটি চাকু, ৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
সোমবার দুপুরে ওই আসামিদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে ।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- মধ্যরাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ৪ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
- আমি কাঁদছি, চোখের এই জল দুঃখের নয়: সানিয়া মির্জা
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত