৫ বছরের শিশুর বছরে আয় ১২৮ কোটি টাকা!

লাস্টনিউজবিডি, ২৮ নভেম্বর: পাঁচ বছরের এক শিশু বছরে ইউটিউব থেকে আয় করে প্রায় ১২৮ কোটি টাকা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারের তালিকায় ঢু’কে পড়েছে পাঁচ বছরের আনাস্তাসিয়া রাডজিনস্কায়া। আনাস্তাসিয়া, ইন্টারনেটে ন্যাস্তিয়া নামেও পরিচিত।
ন্যাস্তিয়ার পরিবার অন্তত ছয়টি ইউটিউব চ্যানেল চালায়। যেখানে ন্যাস্তায়ি ও তার বাবা মিলে বিভিন্ন গেম, নার্সারি স্তরের কবিতা আবৃত্তি, ভালো আচ’রণ সম্পর্কিত ভিডিও আপলোড করে। ইউটিউবে ন্যাস্তিয়ার সবচেয়ে জনপ্রিয় চ্যানেলটির সাবক্রাইবারের সংখ্যা এখন চার কোটি ২৪ লাখের বেশি।
ফোর্বসের হিসেব অনুযায়ী, গত বছরছ’টি ইউটিউব চ্যানেল থেকে আয় হয়েছে এক কোটি ৮০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১২৮ কোটি ১১ লাখ ৪১ হাজার টাকা)।
ন্যাস্তিয়ার জন্ম রাশিয়ার ক্রাসনোদার এলাকায়। গত বছর তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। এখন তারা ফ্লোরিডার বাসিন্দা। তাদের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে গেছে, যে বেশ কিছু বড় ব্র্যান্ড প্রচুর টাকার বিনিময়ে ন্যাস্তিয়ার সঙ্গে পার্টানশিপে কাজ করছে। এমনটাই দাবি করেছে কিছু সংবাদমাধ্যম।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- আমি কাঁদছি, চোখের এই জল দুঃখের নয়: সানিয়া মির্জা
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত