প্রধানমন্ত্রীর জনসভা থেকে চুরি হওয়া ১২ মোবাইল উদ্ধার

লাস্টনিউজবিডি, ২৬ নভেম্বর: যশোরে প্রধানমন্ত্রীর জনসভা থেকে চুরি হওয়া ১২টি মোবাইল ফোনসহ মো. ইমরান (৩৭) ও সোহাগ ভূঁইয়া (২৬) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার ইমরান পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ধাওয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে ও সোহাগ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাঠেরপুল গ্রামের হারুন ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর যশোর জেলায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাবেশ থেকে চুরি হওয়া ১২টি মোবাইল ফোনসহ ইমরান ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। তারা বাসে রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হাতে ধরা পড়ে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে প্রধানমন্ত্রীর জনসভা থেকে মোবাইল চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ৪১১ ধারায় পেনাল কোড দায়ের করে আসামিদের গতকাল রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- মধ্যরাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ৪ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
- আমি কাঁদছি, চোখের এই জল দুঃখের নয়: সানিয়া মির্জা
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত