বেলকুচিতে সংবাদ সম্মেলন করে এমপিকে দুষলেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ!

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে বিষোদ্গারের প্রতিবাদে শ্রমিক লীগের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬) বিকালে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী ও সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া বক্তব্য রাখেন। তারা বলেন, উপজেলা শ্রমিক লীগের কমিটি যোগ্য ও নিবেদিত নেতাকর্মীদের নিয়ে গঠনের পর গত ১০ নভেম্বর অনুমোদন হয়।
এতে স্থানীয় এমপি মমিন মন্ডলের অনুগতরা স্থান না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হন। এ কারনে তিনি মদদ দিয়ে বৃহস্পতিবার বিকালে আমাদের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে শ্রমিক লীগের কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করান। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আসলে এমপি মমিন মন্ডল দলের ভিতরে বিভাজন সৃষ্টির জন্যই এসমস্ত কাজ করাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা অভিযোগ করে আরও বলেন, কিছুদিন আগে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে দলীয় কার্যালয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে, দলের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাসকে ফুলের তোড়া দিয়ে বরণের সময় এমপি সাহেবকেও তোড়া দিতে গেলে তিনি আমাদের অপমান করেন।
এমপি মমিন মন্ডল তখন বলেন, আমার অনুমতি ছাড়া কমিটি অনুমোদন দেয়ায় তোমাদের ফুলের তোড়া নেবোনা। উপস্থিত নেতৃবৃন্দরা ছাত্রলীগের কমিটি অনুমোদন নিয়েও এসময় প্রশ্ন তোলেন।
এসময় শ্রমিক লীগের সহ-সভাপতি পাষাণ সরকার, মাহমুদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রামাণিক, আব্দুল কদ্দুস ভুট্ট, সাংগঠনিক সম্পাদক, বেলাতে হোসেন, প্রচার সম্পাদক রাসেল সরকার, পৌর সভাপতি শাহ-আলমসহ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- মধ্যরাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ৪ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
- আমি কাঁদছি, চোখের এই জল দুঃখের নয়: সানিয়া মির্জা
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত