জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে তিনদিন্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

লাস্টনিউজবিডি, ২৫ নভেম্বর, রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ” Training for Reporters of Electronic media on child Rights issue in the Context of COVID-19 and Importance of social and behaviour change commutation programing, ” শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালার সমাপন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সরকারী পর্যায়ে প্রথমবার শুধুমাত্র অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের নিয়ে এই প্রশক্ষিণ কর্মশালার আয়োজন করা হয়। এখানে ২১ জন প্রতিনিধি / প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সমাপন ও সনদপত্র বিতরণ এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম (এনডিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মোঃ ফারুক আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে ৫-১১ বছর বয়সের শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা প্রদানের জন্য গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) ও সহকারী প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম ও কর্মশালা পরিচালক মোঃ আবুজার গাফফারী। বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রতিবেদন ও খবর তৈরি করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সম্প্রচার করাই এ কর্মশালার মূল লক্ষ্য ছিল।
এ সময় উপস্থিত ছিলেন কর্মশালা সমন্বয়ক মোঃ ফাইম সিদ্দিকী। তিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশনের উল্লেখযোগ্য দিক তুলে ধরে প্রেস রিলিজ দেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের গণসংযোগ কর্মকর্তা আবদুল হান্নান।
এই কর্মশালায় অংশ গ্রহণ করেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলাটুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- স্বামীকে তালাক দিয়ে ভাসুরের সঙ্গে প্রেম, পালানোর সময় ধরা
- মধ্যরাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ৪ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ
- আমি কাঁদছি, চোখের এই জল দুঃখের নয়: সানিয়া মির্জা
- মন্দিরের চুরি হওয়া স্বর্ণ ১৫ দিন পর কবরস্থানে থেকে মিলল
- বিএনপির দুর্নীতি নিয়ে যা বললেন জয়
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ