ডেঙ্গুতে হাসপাতালে নতুন ভর্তি ৪৭৭, মৃত্যু ৩

লাস্টনিউজবিডি, ২৪ নভেম্বর: ডেঙ্গুতে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আরো তিনজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৪৭৭ জন। নতুন ভর্তি রোগীদের ২৬২ জন ঢাকার এবং অন্যান্য বিভাগের ২১৫ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগে ১০০ জন।
এরপর বরিশাল বিভাগের ৩৫ জন। তবে সিলেট বিভাগে নতুন কোনো রোগী নেই। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুই হাজার ৮২ জন। ঢাকার ৫৩টি হাসপাতালে এক হাজার ১৭৫ জন এবং ঢাকার বাইরে ৯০৭ জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ২৪০ জন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৪০৫-তে। এর মধ্যে নভেম্বরের প্রথম ২৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছিল ১৬ হাজার ৩৮১ জন ও মৃত্যু হয়েছে ৯৯ জনের।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
- ডিএমপির ৩৪ থানার ওসির বদলি
- মার্কিন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ
- সারা দেশে ৩৩৮ ওসি রদবদল (তালিকাসহ)